সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবেন. Bangla Tutorial driving licence in Saudi Arabia How to get driving licence in Saudi Arabia

 


সৌদি আরবে  ড্রাইভিং লাইসেন্স কীভাবে  বানাবেন 

driving licence in Saudi Arabia Bangla Tutorial 


How to get driving licence in Saudi Arabia

লাইসেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন প্রপেশনাল বা ব্যক্তিগত গাড়ি চালানোর ক্ষেত্রে।

সৌদি আরবে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫০০ থেকে ৯০০ সৌদি রিয়াল জরিমানা গুনতে হতেপারে।


সৌদি ড্রাইভিং লাইসেন্সে  আবেদনের জন্য যা যা লাগবে তা নিম্নরূপঃ

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • আপনার ইকামার কপি।
  •  ভিসার সাথে আপনার পাসপোর্টের কপি।
  • ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • সৌদি ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম ( ফর্মটি মরোর কাউন্টারে দিবে )
  • ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল টেস্ট।
  • ড্রাইভিং লাইসেন্সের ট্রেনিং এর জন্য ফি। অবশ্যই ব্যাংক কার্ড এর মাধ্যমে প্রদান করতে হবে।

প্রথমে আপনার ইকামা কপি, পাসপোর্ট এবং ভিসা কপি, ৪ কপি ছবি সহ একটি ফাইল করে নিবেন।

 ( দাল্লা ড্রাইভিং স্কুলের সাথে মাক্তাব থাকে, চাইলে ঐসব মাক্তাব থেকেও করে নিতে পারেন। )

তারপর ঐ ফাইল নিয়ে দাল্লার অফিসে গিয়ে মুরুর অফিসার এর কাউন্টার খুজে নিবেন ( কারো কাছ থেকে জিজ্ঞাসাও করতে পারেন )।

কাউন্টারে ফাইলটা জমা দিবেন, মুরুর ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম এর সাথে ছবি সংযোক্ত করে সিল মেরে ফাইলটা আপনাকে ফেরত দিবে।

ফাইলটি নিয়ে সরাসরি হাসপাতালে চলে যাবেন, জেনে নিবেন কোন হাসপাতালে টেস্ট করাতে হয় ( মেডিকেল টেস্টের জন্য আলাদা কোন খরচ নাই ) ।

মেডিকেল টেস্ট করার কয়েক ঘণ্টা পর আপনার নাম্বারে Efada থেকে মেসেজ যাবে।

তারপর অফিস চলাকালীন সময়ে যেকোন সময় গিয়ে আবার মুরুর কাউন্টারে যাবেন, মরুর ফর্মটি পূরন করে আপনাকে দিবে।

ফাইলটি নিয়ে  পেমেন্ট কাউন্টারে যাবেন এবং ফাইলটা ওখানে জমা দিবেন।

তারপর ব্যাংক কার্ডরে মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের ট্রেনিং এর জন্য ফি প্রদান করবেন।

ফাইলটি রেখে দিয়ে আপনাকে ট্রেনিং এর জন্য একটা স্লিপ দেওয়া হবে, স্লিপে নিছের দিকে আপনার ট্রেনিং এর তারিখ,সময় উল্লেখ থাকবে।

ট্রেনিং পিরিয়ডের কার্যক্রম

উল্লেখিত তারিখ অনুযায়ী ৫/১০ দিন ক্লাস করতে হবে।

·         কম্পিউটার টেস্ট প্রশিক্ষণ·         ড্রাইভিং প্রশিক্ষণ

ট্রেনিং ক্লাসে যাওয়ার পর প্রথমে আপনার স্লিপটি উপস্থিতি দেওয়ার জন্য নেওয়া হবে, ক্লাসে কম্পিউটার পরীক্ষার জন্য বিভিন্ন ভাষায় পেপার থাকবে।

আপনার পছন্দ মত পেপার বেছে নিবেন। এবং প্রশিক্ষক এসে  মৌখিক ভাবে কম্পিউটার পরীক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হবে।

( বিভিন্ন স্কুলের নিয়ম অনুযায়ী  ভিন্ন হতে পারে )।

তারপর মাঠ পর্যায়ে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি যদি ম্যানুয়াল গাড়ির লাইসেন্স নিতে চান তাহলে ম্যানুয়াল গাড়ি বেছে নিন।

বা অটোমেটিক চাইলে অটোমেটিক গাড়ি বেছে নিন। ক্লাস শেষ হওয়ার পর পুনরায় স্লিপটা ফেরত দেওয়া হবে।

বিঃদ্রঃ ট্রেনিং স্লিপের ৬ মাস মেয়াদ থাকে। তাই তাড়াহুড়ো না করে ঠিকমত প্রশিক্ষণ নিয়ে ভালো ভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করুন।


পরীক্ষার নিয়ম

·         কম্পিউটার পরীক্ষা·         ড্রাইভিং ট্রায়ল

কম্পিউটার পরীক্ষায় ২০ টি প্রশ্ন দেওয়া হবে, সময় ৩০ মিনিট।

১৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

১৫ টি সঠিক উত্তর দেওয়ার আগে যেকোন ভাবে ৫ টি ভূল উত্তর দিলে অনুত্তীর্ণ ঘোষণা করা হবে।

প্রথমে কম্পিউটার পরীক্ষার রুমে পরীক্ষক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। পরীক্ষক এসে সবার স্লিপ জমা নিবে।

এবং এক এক করে ডাকবে ইকামা চেক করে কম্পিউটার স্ক্রিনে পাঠাবে। প্রথমে কম্পিউটার স্ক্রিনে গিয়ে হেডফোন রাখা থাকবে সেটা ব্যবহার করুন।

তারপর পছন্দ মত ভাষাতে ক্লিক করবেন এবং স্টার্ট ক্লিক করবেন, আপনার সামনে প্রশ্ন আসবে এবং এক এক করে সম্ভাব উত্তর আসবে।

যদি উত্তর জানা থাকে তাহলে উত্তর দিবেন, জানা না থাকলে  পাস করে দিবেন জেন নতুন প্রশ্ন আসে।

এইভাবে ১৫ টি সঠিক উত্তর দিতে পারলে কম্পিউটার স্ক্রিনে PASS লিখা আসবে।

আর যদি ব্যর্থ হন তাহলে পরবর্তী পরীক্ষার দিন উপস্থিত হতে হবে অথবা আবার প্রশিক্ষণের জন্য পাঠাতে পারে।

যারা কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ড্রাইভিং ট্রায়লের জন্য মাঠে নেওয়া হবে।

পরীক্ষার জন্য দুটি আলাদা লাইন হবে, আপনি ম্যানুয়াল বা অটোমেটিক গাড়ি বেছে নিতে পারেন।

আপনি সঠিক কাতারে দাঁড়িয়ে আছেন তা নিশ্চিত করুন।

পরীক্ষায়, কয়েকটি বিষয়ের যত্ন নিন।

তাড়াহুড়ো করবেন না, গাড়ির সিট এডজাস্ট করে নিবেন, সাইড মিরর এবং রিয়ার ভিউ মিরর এডজাস্ট করে নিবেন, স্টিয়ারিং এবং আপনার সিটবেল্ট এডজাস্ট করার জন্য সময় নি।

এবং পরীক্ষকের ইনস্ট্রাকশন অনুযায়ী ড্রাইভ করেবেন এবং পার্কিং করবেন।

আপনি যদি সফল হন তবে মরুর আপনার স্লিপ রেখে দিবে এবং অফিস হতে লাইসেন্স সংগ্রহ করতে বলবে।

অন্যতায় আপনাকে স্লিপ ফেরত দিবে আবার প্রশিক্ষণ ক্লাসে আবার অংশ নিতে হবে।

যে ভাবে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ

কম্পিউটার পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষা পাস করার পরে, আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য।

লাইসেন্স সংগ্রহের জন্য প্রথমে ATM মেশিন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সৌদি ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি প্রদান করতে হবে।

ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে যে পরিমাণ ফি দিতে হবে তা নিম্নরূপ;

  • ২ বছর মেয়াদি লাইসেন্সের জন্য ৮০ সৌদি রিয়াল
  • ৫ বছর মেয়াদি লাইসেন্সের জন্য ২০০ সৌদি রিয়াল
  • ১০ বছর মেয়াদি লাইসেন্সের জন্য ৪০০ সৌদি রিয়াল

লাইসেন্সের জন্য ফি প্রদান করার পর আপনি সাথে সাথেই মরুর কাউন্টার হতে সাথে সাথে লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।

সর্বমোট সম্ভাব খরচের পরিমান

৪ কপি ছবি ২০ রিয়াল

ইকামা, পাসপোর্ট কপি এবং একটা ফাইল ৫ রিয়াল

দাল্লা ট্রেনিং ফি ৫০০.২৫ রিয়াল (২০২০)সাল

৫২৫.২৫ রিয়াল + ৫ বছরের লাইসেন্সের জন্য ২০০ + যাতায়াত খরচ ( x ) ।

৫২৫.২৫+২০০ = ৭২৫.২৫ + x = ?


Tnank You..? 

TECH WORLD (ADMIN) OMAR

WELLCOME TO TECH WORLD Hello This Is Tech World, I Make Tech Tutorial Video & Tech Solution Tips.

Post a Comment

Previous Post Next Post