এন্ড্রয়েড এপ্লিকেশনে ফ্রী’তে কথা বলুন ঘন্টা জুড়ে, যে কোন নাম্বারে !!

TRUE TIPS BD24

ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ফ্রি কথা বলার এপ্লিকেশন 
এখন অনেক। স্কাইপি, ভাইবার, হোয়াটস এপ, ইমো’র চলছে জয় জয়কার অবস্থা। পাশাপাশি ফেসবুক মেসেঞ্জার তো আছেই। কিন্তু অফলাইনে ফ্রিতে কথা বলার কোন এপ্লিকেশন পেয়েছেন কি? কিছু এপ্লিকেশন আছে, যেগুলোতে ২, ৩ মিনিট কথা বলার পর ক্রেডিট কিনতে হয়। মুর্দাকথা আপনার টাকা খরচ হচ্ছেই।
সম্প্রতি যেকোন নাম্বারে ফ্রি কথা বলার একটি এন্ড্রয়েড এপ্লিকেশন খুঁজে পেলাম। নিরবিচ্ছিন্ন কথা বলা যায় ঘন্টা জুড়ে, পৃথিবীর যে কোন দেশে। স্বাভাবিক মোবাইল নাম্বারেই কথা বলা যায় এর মাধ্যমে। যার সাথে কথা বলবেন তাকে অনলাইনে থাকতে হবে না। থাকতে হবেনা এই এপ্লিকেশনটিও। আপনি কত মিনিট কথা বলতে পারবেন সেটা নির্ভর করবে আপনার ক্রেডিটের উপর। প্রতিদিনই আপনাকে প্রায় ২৫০০ ক্রেডিট দেওয়া হবে। আর এই ক্রেডিটগুলো দিয়েই আপনি কথা বলবেন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সাথে। কয়েকদিনের জমানো ক্রেডিট দিয়ে কথা বলতে পারবেন দীর্ঘক্ষণ। ধরুন, আপনি ৭ দিনের ক্রেডিট জমা করলেন। এ দিয়ে আপনি কথা বলতে পারবেন টানা ৭০ মিনিটেরও বেশী সময়। অবাক হচ্ছেন? এটাই সত্যি কিন্তু!!



এপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে জানা যাক। প্রথমে মোবাইলে এপ্লিকেশনটি ইন্সটল করুন। এবার এপসটি ওপেন করে আপনার মোবাইল নাম্বার আর পছন্দ মত একটি পাসওয়ার্ড দিয়ে SIGN UP এ ক্লিক করুন। সাইন আপ করলেই আপনি পেয়ে যাবেন ১০০০ ক্রেডিট। ইন্টারনেট চালু করে এবার কথা বলুন যার সাথে ইচ্ছে। আপনি যাকে কল করবেন তার ইন্টারনেট বা কোন কিছু চালু করা লাগবে না। ইন্টারনেটের এই সহজলভ্যতার যুগে এর খরচটা অতি সামান্য। অধিকাংশের রুমেই এখন সার্বক্ষণিক ওয়াই-ফাই রাউটার চালু থাকে।
ভিন্ন ভিন্ন দেশে কল করার জন্য আছে ভিন্ন ভিন্ন ক্রেডিট রেট। বাংলাদেশের যেকোন নাম্বারে কথা বলার জন্য যেখানে খরচ হবে ২৬০ ক্রেডিট, ভারতে ও পাকিস্তানে কথা বলার জন্য সেখানে খরচ হবে মাত্র ১৪০ ক্রেডিট (বাংলাদেশের রেটের প্রায় অর্ধেক)। আমেরিকা ১২০, মালেশিয়া ৩৩০, রাশিয়া ৯০, জার্মানি ২৪০, সৌদি আরব ১১৫০, আরব আমিরাত ১৬৩০ ক্রেডিট। তারমানে দেশভেদে বেশ তারতম্য রয়েছে।



রেট সম্পর্কে তো জানা হলো। আসুন, এবার ক্রেডিট কিভাবে পাবেন সেটা দেখি,

প্রতিদিন আপনি এপসটি চালু করলে পাবেন ১০০ ক্রেডিট। এভাবে প্রতি এক সপ্তাহ পর পর পাবেন ১০০০ (এক হাজার) ক্রেডিট। আর প্রতি একমাস পর পাবেন ২০০০ (দুই হাজার) ক্রেডিট।
TECH WORLD (ADMIN) OMAR

WELLCOME TO TECH WORLD Hello This Is Tech World, I Make Tech Tutorial Video & Tech Solution Tips.

Post a Comment

Previous Post Next Post